Description
তরমুজ – মিষ্টি, রসালো ও পুষ্টিকর
চাইনিজ তরমুজ বড়, লাল রঙের ও রসালো। গরমকালে খেতে দারুণ স্বাদ দেয়।
– মিষ্টি ও রসালো
– ভিটামিন A ও C সমৃদ্ধ
– সহজে বৃদ্ধি
– গরমকালে শরীর ঠান্ডা রাখে
1. উর্বর দো-আঁশ মাটিতে ভালো জন্মে।
2. বপন সময়: ফেব্রুয়ারি–মে ও জুন–জুলাই।
3. মাচা তৈরি করতে হবে।
4. নিয়মিত পানি দিন।
5. 80–100 দিনে সংগ্রহযোগ্য।





